বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - বারীন ঘোষাল

শর্ট ফ্লিম
বারীন ঘোষাল



লাভা রোনার মনোরম খেলাটি শুরু হয়েছে
পথ
চাইলো
শিশুটি কি হারিয়ে ছুটছে
                                  কী হারিয়ে
গোলাপের সাদা কালো কেঁপে উঠল কাঁটায়
একই আলোর মন্তাজ সারা
শেষের বেণু
ধেনুর সঙ্গে তাল মেলাতে বারণ করেছিলাম
জুম করেছে মুখপান
ব্যাকগ্রাউণ্ডে ডিম্বালিকা ডিমবালিকা ডিম বালিকা ডিম ডিম ডিম

অবধু --- মানে জানিনা
অনাগার --- তাও জানি না
চিত্রনাট্য ডান দিকে ঝুঁকে পড়েছে উল্লাসিকে

দুজন
দুজনের মাথার ওপর একটাই তরুণী মুণ্ডু ঘুরে ফিরে বসতে চাইছে
ল্যাম্পে লম্পট
                   পলাশি
                            পলাশিয়া

ছবির প্রদাহ শেষে এডিটিং চলছে
চোখে জল না জলের দাগ থাকবে
                                            তাই নিয়ে একটু তর্কও হল
একচোট স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ নিয়ে
যেমন হয় আর কি
একবন পলাশ ফুটিয়ে প্যান করা হলে
আমরা স্ট্যাচু হয়ে গেলাম