শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

কবিতা - পলাশ চৌধুরী


 

অঙ্গহোলি


তোমাকে লিখে ফেলার চেষ্টা করছি না আজকাল

তোমার
গন্ধও না

এমন একটা বেহেড প্রেমিক পাওয়ার দরুন
তোমার কোনো অপচেষ্টাও থাকবে না

 শুধু অঙ্গহোলি ---

 খেলার নির্যাস
পাতা থাকবে বেহায়া বারান্দায়

 মেঘ দেখে
অবিকল উচ্চাশা মনে হলে

আর
ফিরে দেখব না— 

 


অনর্গল ঝরতে ঝরতে
একদিন মাটিতে শুয়ে থাকবে আমার মাংসপিণ্ড

 তাকে আঁকবো না

 নিরাকার হবে তার সব দৃশ্যের ঝাঁ

 তোমাকে আঁকতে পারার দরুণ ছুঁয়ে নিয়েছি
তাকে ছোঁয়ার কোনো গল্প থাকবে না

 এক পা
এক পা
সে হাঁটবে

তুমি শুধু তার আঙুল ধরে---

দেখবে

তার পায়ের বেসুরো আন্দাজ
মিলিয়ে যাচ্ছে আমার চোখে

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন