আড়াল
কে যে কোথায় লুকিয়ে আছে আর আড়াল
একটা গান তৈরি হওয়ার আগে, একা একাই ঘুরে বেড়াচ্ছিল
সবাই তাকে দেখেছে
তাকিয়ে দেখেনি
সাঁঝবেলা কাঞ্চন গাছের পাতা করজোড়ে নত হয়ে আছে
তার গৃহস্থালি'র আঁধারে আড়াল হচ্ছে এক বৃষ্টিভেজা সুর
ভূমিষ্ট হবেন শিশু শ্লোক
বেসুর
বাড়িতে গাছপালা থাকলে অনেকের সঙ্গে পরিচয় হয়
বাড়িই আলাপ করিয়ে দেয়
তেমনই একজনের নাম
ডাহুক
সুরেলা নয়, কিছুটা বিপন্ন
কর্কশ
বাড়ি
চুপ করে কী বিরাট এক দায়িত্ব পালন করছে
অচিন
মায়ের ভেতর যে অন্ধকার
শিশু তাকে চেনে
অথচ
চেনা কিছুর কাছেই আর ফিরে যাওয়া যায় না
তুমি
কিছু একটা লুকোচ্ছ
লুকোনো তোমাকে রেখেছে
চোখে রাখে নি
চোখের পেটে কথা থাকে না তাই
কথার ভেতরেও নয়
কথা খরচ বেশি করে
লুকোনোর মতো দেখতে হচ্ছ তুমি
তারপর
কিছুই থেমে থাকে না
উনুনে হাঁড়ি চাপে
ধোয়া কাপড় আলনায়
মাছের কাঁটা চিবোয়
মেনি বেড়াল
কিছুই হয় না
হওয়ার মতো দেখায়
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন