শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

কবিতা - নির্মাল্য বন্দ্যোপাধ্যায়

 


উইকএন্ড

"এখানে বাক্য নেই, শুধু মন স্থির করা ছিল।"
ছিল না কৃষ্ণ-যীশু-বুদ্ধ কিংবা আয়ত আয়াত,
সামান্য উইক এন্ড ছিল, বিভ্রম, বিশ্রামজড়িত
ভূতের ঢেলাটি ছিল দুপুর চুঁইয়ে সারা রাত।

মতিলাল ভামর, ধর্ম ধর্মবিনাশিনী
দুজনে উজ্জ্বল ছিল, মণি আর নাগের কথন,
অথচ কী ব্যাপার, শালা, উথাল পাতাল পাঁচালি,
কুসুমিতদ্রুমদল ফুল্ল ছিল না মোর মন।

ধর্ম কাহাকে বলে? আমাকে ধারণ করে যাহা?
তাহা তো আয়নাসম। পাল্টে যায় প্রহরে প্রহরে
ক্রুশকাঠ, বোধিবৃক্ষ, বাঁশরি বা আজানের ধুনে,
(মতি দুর্মতি দুই হয় জন্ম আঁতের ভিতরে,)
প্রচ্ছন্ন খেলাটি জমে লীলাময় মুড়ো আর ধড়ে।

হাত-পা এলানো প্রাতে বিভীষণ কমলকুমার!
এবং সে হয় ভীরু, আলো ক্রমে, ওস্তাদের ঝাড়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন