শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - সুমিত রঞ্জন দাস



সেইসব দিন
সুমিত রঞ্জন দাস


কিছু হামাগুড়ি ছায়াস্মৃতি
কিছু আলোআঁধারী আততায়ী প্রেমপ্রীতি
কিছু ঢেউতোলা ছলাৎ আঁকাজোকা
আজও যেসব কোনদিন হয়নি লেখা

#

ভাবে পঞ্চকোষী প্রেম বাহুডোরে সহস্র চুম্বনে
ওষ্ঠে হাহাকার শঙ্খনিনাদ আদিসপ্তক ওম-কারে

তবু আমি তরুণ যুবক দিবানিশি কালের খেয়াপাড়
স্বেদগন্ধভরা জলের বাসনা দিগন্তে বিস্তৃতি আঁধার

#

নেই শুধু নেই বাগদত্তার অজুহাতের হাতনাড়া ।