শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - প্রসেনজিৎ দত্ত

স্থাপত্যের মাঠ
প্রসেনজিৎ দত্ত


আমি তো তোমার কথা রেখেছি নিরুত্তরে
মেঠো ঘাস, ঝিলমিল জল ঘোড়া খেতে আসে।
বসে থাকি, স্তব্ধ বাড়িঘর,
মাঠদূরে স্থাপত্যের পরী--ঘুরছে এখনও?
পরীকে নিটোল আদর করত সেই দিনগুলি;
এখন আমি তোমার কাছে হ্রদ চাইছি
স্থাপত্যের মাঠে
যেখানে রোজ জল খেতে আসে প্রেমিকরা !