স্থাপত্যের মাঠপ্রসেনজিৎ দত্ত
আমি তো তোমার কথা রেখেছি নিরুত্তরে
মেঠো ঘাস, ঝিলমিল জল ঘোড়া খেতে আসে।
বসে থাকি, স্তব্ধ বাড়িঘর,
মাঠদূরে স্থাপত্যের পরী--ঘুরছে এখনও?
পরীকে নিটোল আদর করত সেই দিনগুলি;
এখন আমি তোমার কাছে হ্রদ চাইছি
স্থাপত্যের মাঠে
যেখানে রোজ জল খেতে আসে প্রেমিকরা !
3 comments:
বাহ।কলম চলুক কবির।
khub sundor kobita.
অনেক ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন