মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

কবিতা -প্রদীপ বিশ্বাস

সেখানে সবখানে

খান খান কথার টুকরো আজো হালকা
হাওয়ায় ভেসে এখানে সেখানে মিলনের আশা
সেখানে সবখানে তুমি আমি কেউ নেই
শুধু দানা বাঁধা কিছু তৃপ্তি আর অতৃপ্তির অস্তিত্ব
সুতোয় ঝোলানো চর্বিত সস্তা মেলার দোকানীর পসরা,
না এতো গাদা নয় সাত সতের তর ভেদ

ঝরে পড়া কথাগুলির থেকে ওঠা শব্দ উচ্চারণ ভিন্ন
আলাদা রসায়ন চলে মরসুমি স্বাদে
এই যে ফ্লেভারটুকুর ভিতরে মমত্ববোধ জমে
খোঁচায় খোঁচায় নিসর্গের বিরহ-মিলন ঝরে মিশে

বায়ুমণ্ডল কোথাও হালকা কোথাও ভারী হয়