মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

কবিতা - শান্তনু বাগচী

সহজ নিয়মে


শুধু একদিন সন্ধ্যার সরণী ধরে
আজানের সুরে ভাষা হোক হিব্রু,
শিশুদের নিষ্পাপ দৃষ্টিতে  ঘৃনাকীট্ নিক স্বেচ্ছা কারাবাস -
যুদ্ধবিরাম প্রস্ফুটিত হোক শাখা প্রশাখায়

ভোরের পেলব নিঃশ্বাসে
ডানামেলা সকাল যে নিয়মে ঘরে ফেরে গোধুলিময়
অক্ষত সন্তানের স্পর্শে যে গভীরতর আশ্বাস
সেই স্বাচ্ছন্দ্যে আমি চাই শাখা প্রশাখায়

বাহারি পাখিদের শর্তহীন চরাচর