মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

কবিতা – অর্ঘ্য দে

দাবি   


অনেক তো হলো মিছিল, প্রতিবাদ।
এমন এক আহ্নিক গতির দাবিতে
এসো সচ্চার হই সকলে ......
যে ঘূর্ণনে থিতিয়ে যাবে পাপ, দূষণ।
আগুন প্রতিনিয়ত জ্বালাতে, পোড়াতে
নিজেই ক্লান্ত হয়ে নিভে যাবে।
পৃথিবীর মতোই ক্লান্তিহীন গতির দাবি
আধুনিক মানুষের সারিবব্ধ দাঁতে।
কারফিউ এর বুক চিরে একে অপরের হাত ধরে
ছুটে যাই বিদ্যুত বেগে...

এক, চার, চার ছন্দে ছন্দিত হোক জীবন।