মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

গুচ্ছ কবিতা- প্রণব বসুরায়

   অনুসরণ   
                 
   শঙ্খ বাজাও সন্ধেবেলায় আজ
   মহুল বনে, পরে ফুলের সাজ
   পায়ে নূপুর, আকাশে ঘোর বাজ
                 
   বনেই পালায় হরিণ-শিশুর দল
   সুখের আশায় বক্ষে ছলাৎ ছল
                
   রাত ভেঙেছে, অসীম তারায় ভরা
   এ সুখ তখন অনুসরণ করা 


তেলচিত্র মেঝেতে লুটোয়


বেদনার বিষফল দিলে, তাই
তেলচিত্র দেখি, দড়ি ছিঁড়ে মেঝেতে লুটোয় ;
দরোজার পাশে উল্টোনো ঘট
বরফদন্ডের থেকে অবিরত ফোঁটা জলে
ভিজে যায় তৃণমূল, প্রণয়-মুকুল ।
শরীরে নিষিদ্ধ যন্ত্রণা
গেঁড়িগুগলির পুঁজি গিয়েছে হল্লায়


স্ফটিক-পিন্ড ভাঙে
ভেঙে যায় প্রহরে প্রহর...



মানুষের অধিকার

শেষের জাহাজটি ছেড়ে দিলে
বন্দরটি “ পরিত্যক্ত “ ঘোষিত হ’তেই
জলের সে কী উল্লাস ! পরে
আকাশের যত জল--- সেইখানে নেমে আসে , আর
রোজরাতে জোনাকীর আলোর উৎসব ।
ক্রমে ব্যস্ত বন্দরটি গেল প্রকৃতির নিজস্ব দখলে...


সেখানে গুপ্ত ভাষায় কেউ কথা বলে !


মানুষের অধিকার—ছোট হ’তে হ’তে ভাঙে


1 comments:

ফুটবল TIMES বলেছেন...

'Manusher Adhikar'...
What a Poem!


..........Thanks to Poet.