মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

কবিতা- তপন গোস্বামী

গণতন্ত্র


সিংহাসন           
মানুষকে করে তোলে স্তাবক আর দুর্নীতিগ্রস্ত
সিংহাসন দখলের চেষ্টায়
মানুষের রক্ত ঝরে, টাকা আর অস্ত্রের ঝনঝনানি
রাজসভায়
চলে চিৎকার, চলে লঙ্কাগুড়ো ছেটানো

আর দেশ --
প্রথমে দল, তারপর জাত, তারপর মানুষ

যদি তুমি আমাদের আজ্ঞাবহ হও।