শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

কবিতা - সুদীপ্ত বিশ্বাস

হ্যাভ-নট 
সুদীপ্ত বিশ্বাস

 
তোমরা যাবে নাইট ক্লাবে পড়বে ফাটা জিন্স
আমার ছেলে রিক্সা পুলার তোমার ছেলে প্রিন্স
তোমরা হলে ধূর্ত শেয়াল আমরা হলাম ফেউ
তোমরা যাবে ডিপ সী ট্যুরে আমরা গুনি ঢেউ।
তোমরা কর পেপার ওয়ার্ক আমরা করি কাজ
পুড়ছি রোদে ভিজছি জলে পড়ছে মাথায় বাজ।
তোমরা চাপ . সি. গাড়ি আমরা ধরি ট্রেন
আসতে যেতে চেপ্টে চিড়ে হস্তে হেরিকেন
তোমারা হলে রাঘব বোয়াল তোমরা বানাও জোট
আমরা মশাই খেটেই মরি দিই তোমাদের ভোট
তোমরা পড় হিরের চুড়ি আমরা বানাই ঘট
বাড়ছে তোমার টাকার পাহাড় আমরা তো হ্যাভ-নট।