শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

কবিতা - পবিত্র আচার্য্য

ঝুরো কবিতা 
পবিত্র আচার্য্য



[] সমযোজ্যতা  

 বালির উপর ন্যাড়া-পোড়া
পুড়ছে একটা আস্ত চাঁদ
আমার বিশ্বাস ভেঙ্গে নীল হওয়া চাঁদ
একটা আস্ত নিজেকে উপরে নিয়ে যাই
মুখ-পোড়া জড়ত্ব ক্লীবত্ব এর কাছে
এর আগে বুঝি নি কখনো
চাঁদ আর খড়-পোড়া ছাই এর সমযোজ্যতা

[] হাত-ফসকে

 কিছু নেই কিছু নেই বলতে বলতে
যখন হাতের মুঠোয় একটা গাই এলো
বুঝলাম না, দুধ নেবো না গোবর?
এই ভাবেই ঘুঁটে পুড়িয়ে যখন হাসতে থাকলাম
গরু তখন আমায় ছেঁড়ে হেঁসেলে ঢুকেছে বলদের সাথে
ভাবলাম ইস! বলদ হলেই ভাল হত
অন্তত দুধের অভাব থাকতো না কখনো

[] বিশ্বাস

 ইঁদুরের মতো সূর্যও ঘুরছে নিজের বৃত্তে
আমিও ঘুরছি ঘোড়ার মতো
ঘোড়া ঘুরতে ঘুরতে সূর্য হতে চাইলো
আমি ইঁদুর হয়ে ঘোড়া ছোঁবার সাঁকো পেলাম না
আমার আর সূর্যের মাঝে জল-দূরত্ব
যেদিন বাষ্পের মাঝে নিজেকে খুঁজে পাবো
আমার বিশ্বাস নেংটির সূর্য-ছোঁয়া সম্ভব টিনটিনের মতো করে