শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

কবিতা - অমলেন্দু চন্দ

উপোষী কবিতা
অমলেন্দু চন্দ



বলা হয় নি
গোল গোল চাঁদ উঠলেই নিষিদ্ধ অনেক কিছুর জন্য
কাঁটার গন্ধ পাওয়া বেড়ালের জিভের মত সুক সুক করে
ধর্মাধর্মের ঘড়িয়াল
উবু হয়ে 
তারপর
জমা হয় কিছু রঙ্গের মিথ্যাচার
বহুব্রীহি জীবনে

ডাস্টবিনের বাস্তব কে একদিন কেউ অনাথ ভেবে কুড়িয়ে নেবে
সেই রুপকথার আবর্জনায় তোমার কাছে
অমীমাংসিত লালসার ইস্তেহার ফরিয়াদ করে
বলা হয় নি, তুমি শুনবেনা বলে