খোলা জানালা
সুচেতা বিশ্বাস
অবারিত ছিল খোলা হাওয়ার জন্য,
চারপাশে কোলাহল শূন্যতা ঘাস দিয়ে ঢাকা,
কী ভীষণ সবুজে গাঢ় হয়ে যায় শেষ বিকেল.
স্থির জলে কতকালের মিতালী ঘন সর আজ----
যেখানে যেখানে আতুর ধোঁয়াটে বাসা বেঁধে ছিল,
আবার বেহাগে অন্তরাটুকু স্পর্শের কাছে দীর্ঘ রাত,
নিমগ্ন হয় ছান্দিক তরী নিয়ে বাঁকা চাঁদ,
দূরত্বের আলাপে কতকালের দহন
মৌখিক রেখে যায় না কিছুই-------
এতটুকু সৌজন্যের গানে সমূহ শিউলিমাখা ভোর
মাটিতে চাদর বিছিয়ে চুপিচুপি,
যে যেখানে হারিয়ে ছিল মুহুর্মুহু----
জলের তোলপাড়ে ঘূর্ণি সাজায়,
ঠিক সেই দরজা থেকেই আবার।
চারপাশে কোলাহল শূন্যতা ঘাস দিয়ে ঢাকা,
কী ভীষণ সবুজে গাঢ় হয়ে যায় শেষ বিকেল.
স্থির জলে কতকালের মিতালী ঘন সর আজ----
যেখানে যেখানে আতুর ধোঁয়াটে বাসা বেঁধে ছিল,
আবার বেহাগে অন্তরাটুকু স্পর্শের কাছে দীর্ঘ রাত,
নিমগ্ন হয় ছান্দিক তরী নিয়ে বাঁকা চাঁদ,
দূরত্বের আলাপে কতকালের দহন
মৌখিক রেখে যায় না কিছুই-------
এতটুকু সৌজন্যের গানে সমূহ শিউলিমাখা ভোর
মাটিতে চাদর বিছিয়ে চুপিচুপি,
যে যেখানে হারিয়ে ছিল মুহুর্মুহু----
জলের তোলপাড়ে ঘূর্ণি সাজায়,
ঠিক সেই দরজা থেকেই আবার।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন