শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪

কবিতা - ঊষসী ভট্টাচার্য

পিলসুজ 
ঊষসী ভট্টাচার্য


নর্দমার পাশে বিকেল গড়াচ্ছে
কেরোসিন বোতোলে,
ইচ্ছুক অনিচ্ছুক ক্রেতারা
রাতে ঘরে ফেরেনা।
তিনটে আলোর বিনিময়ে
চারটি নিভন্ত মাটির সলতে।
বলতে গেলে, এবার ও পৃথিবী
বন্দরে বন্দরে ঘাঁটি গড়বে
ডুগডুগি আলেয়ার!
শবের পাশে জীবন্ত আগুন পুড়ছে,
মশালেরা জ্বলছে মিছিল থেকে
রক্তমাংস অবয়বে।।।