কল্পতরু
গাছের দিকে তাকিয়ে আছে মানত বাঁধা চোখ।
জুবিন ঘোষ
গাছের দিকে তাকিয়ে আছে মানত বাঁধা চোখ।
এভাবে শ্রেষ্ঠত্বে আমায় বিচার করো
এভাবে আধিপত্যে টেনে নাও আমার সভ্য আচার
কোটরে দাঁড়িয়ে শেকড় টানো দেবী
জল দাও, বেড়ে উঠুক স্বাভাবিক সুস্থতায়
আমার কালজয়ী হাত, পতঙ্গফলন ।
স্বর্গ থেকে এনে গভীর ফুল চরণাঞ্জলি নিয়ে
দেবী স্নান করো, স্নান করে উঠে এসো অলি
পবিত্র গোড়ায়, ঝুরি বেয়ে লতিয়ে ওঠো
খামচে ধরো একবিংশতি বিশ্বাসে ।
এভাবেই শ্রেষ্ঠত্বে সূর্যবর্ণ থেকে ফিরিয়ে আনো মুখ
চামড়ার খাঁজে বয়ে যাচ্ছে অমল রস
আমাকে ধারণ করো দ্বিবীজপত্রে, অজান্তে
পুষে রাখা পাখির ডানায়,
আপাতত বাড়িয়ে দিচ্ছি মানুষের জলট্যাঙ্কি
জলে ভেসে যাচ্ছে দুর্ধর্ষ পুঁটিমাছ ।
3 comments:
বাঃ ...
সেক্সি কবিতা
এভাবে শ্রেষ্ঠত্বে আমায় বিচার করো
এভাবে আধিপত্যে টেনে নাও আমার সভ্য আচার
কোটরে দাঁড়িয়ে শেকড় টানো দেব...... আহা, অপূর্ব।
একটি মন্তব্য পোস্ট করুন