শুক্রবার, ৩১ মে, ২০১৩

সম্পাদকীয় - ২য় বর্ষ, ৯ম সংখ্যা

সম্পাদকীয়


সাদা পাতায় খুঁটিনাটি গুছিয়ে দুচার মুহূর্ত ঝাপটানো শুনতে পাচ্ছি। কল্পনায় একটু একটু পবিত্র হয়ে উঠছে সমস্ত শব্দ। জীবন আর ভালো। অনবরত জড়িয়ে যাচ্ছে আমাদের ভালো থাকাটা কবিতার উপত্যকায়, যাতে "জীবনের প্রতি মুহূর্তে rejection জড়িয়ে আছে" ।

তাই ভাস্কর চক্রবর্তী বলেছেন -


"কবিতায়, সমাজ, দেশ পালটানো যায় কিনা এসব কথার মধ্যে অজথা না জড়িয়ে ভবিষ্যৎ আর আরো ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুপ্ত সাংকেতিক ইশারা কিছু রেখে যাওয়া, একজন কবির কাছে মনে হয় অনেক ভালো ।"


বাকিটুকু নাহয় থাক পাঠকের কল্পনার জগতে, একেবারে তার মনের মনিকোঠায় –

আমরা অনবরত হেঁটে যাচ্ছি আগুনে , একের পর এক চিতা সাজিয়ে নিচ্ছি বাস্তবের ইমারতে...

চলচ্চিত্র জগতের ‘হীরের আংটি’ সম্প্রতি হারিয়ে গিয়েছে। ‘ঋতু’ অবসান হয়না যদিও, তবু প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষকে হারিয়ে বাংলা এখন বর্ষণ মুখর ... অসময়ে বর্ষা কেবল প্রকৃতিতে নয়, আমাদের প্রত্যেকের মনেই ...

আমরা শোক স্তব্ধ, তবু হেঁটে যাওয়াই নিয়ম। ‘অসুখ’ বুকে করে হেঁটে যাব , মেতে থাকব রোজের ‘দহন’ ‘উৎসব’ এ !

১লা জুন, ২০১৩



ক্ষেপচুরিয়ানস্-এর পক্ষে
সম্পাদকমন্ডলী