শুক্রবার, ৩১ মে, ২০১৩

কবিতা - রাজর্ষি চট্টোপাধ্যায়

বাতিঘর
রাজর্ষি চট্টোপাধ্যায়



বৃষ্টি ছাড়াই একটা রামধনু উঠল
গ্র্যান্ট হলের ওপর
যেন অর্ধরথচক্রগ্রাস
নীল মখমলে
নিয়তি শুধু তার
যে উল্টো দিকের চায়ের দোকানে
শব্দজব্দে মজে আছে
কবিতার সমার্থক অন্য কিছু
ক অক্ষরের?
অনন্ত এই গোমাংস মুখে তুলে
ভারী পড়ছে শব্দ, মেঘের থাবার মত
ওই তো ঐরাবত কল্পনায়
নিচু হয়ে এল ট্রেইনের চাকা
বৃষ্টি নয়, বর্ষার রং মাখছে
সব বিপদকালীন জানলা
আমরা লাফিয়ে উঠে যাব
যতটা ধনুর্ধর, চক্রব্যূহ
ভেদ করছে ম্যাট্রিক্স
জানি বৃষ্টি হচ্ছে অন্য গোলার্ধে
এ গোলার্ধে বৃষ্টির ছায়া পড়ছে শুধু