শুক্রবার, ৩১ মে, ২০১৩

কবিতা - উল্কা

স্বপ্নমৈথুন
উল্কা


ঘুম পাবে এমন কথা ছিল না
সকাল ধরবো ক্রিসক্রস স্বপ্ন জালে
পয়লা টান দিচ্ছি
              স্বপ্নমৈথুন
তলিয়ে যাচ্ছে কেন্নো রঙা বুক
খামচানো সৌরঘরে গ্রহাবয়ব
জন্ম নিচ্ছে গ্রিক পরীর আসক্ত শরীর
ঝর্না জলে ভাসমান
কলাম রো
বাড়ন্ত কাটাকুটি
              ঢ্যাঁড়া ছাপ যুদ্ধ বাঁচোয়া।
চাদর কামড়ে আছে বই দু দিনের জঞ্জাল
ফাউল মাঠের ধারে বনসাই ঘরের উঠোন
খৈ কুড়ুনি অমাবশ্যা গুছিয়ে ফেলেছে
নৈশব্দের হাঁড়ি
বাসি ঘুমের কাঁধ ছুঁয়েছে পয়
জনান্তর হাতড়াচ্ছে কাগুজে জন্মলতিকা
ঘুম পাবে না এমন কথাও ছিল না
গ্রীক পরী রাখালি নিলাম
কাবু বনাম বেকাবু ডেস্টিনি

রোয়াকীয় রাজত্বে কমদামি খামোখা মানুষ।