শুক্রবার, ৩১ মে, ২০১৩

কবিতা - অনীক ত্রিবেদী

ছোটোলোক বড়লোক
অনীক ত্রিবেদী



দেখুন না,
খিচুড়ি, ডাল ভাতের লাইনে আমরা দাঁড়াই
ওনারা লাইন দেন ফুডকোর্টে ।
আমাদের নেই তাই শক্ত রাস্তায় রাত কাটাতে হয়।
বাবুদের স্পন্ডেলাইটিস তাই ওনারাও ঘুমোন শক্ত জায়গায়।
আমরা হাওয়াই চটি পড়ি,
ওনারা পড়েন সুন্দর সুন্দর স্লীপার।
বস্ত্র বিতরনে লাইন পরে, আমাদের হুলুস্থুলু লাগে কে কার আগে নেবে।
ওনারা গার্মেন্টস ডিপার্টমেন্ট এ লাইন দেন।
ওনারাও হুড়োহুড়ি করেন আগে আগে পেমেন্ট করার জন্য।
আমাদের উৎসবে নাচানাচি হয়, বাজনা বাজে
ওনাদের হয় পার্টি , ডিস্কো ডান্স
আমাদের ছেঁড়া ফাটা জামা প্যান্ট জোটে
ওনারা প্রেফার করেন ব্র্যান্ডেড ছেঁড়া ফাটা ।
আমরা রাত জাগি ধান্দায় থাকি, ওনারা চান্স নেন।
আমরা ঠেকে মদ খাই, বাওয়াল দেই , বাড়িতে হেব্বি লোচা হয়।
ওনারা বারে ড্রিঙ্ক করেন, আর বাড়িতে সিনক্রিয়েট ।

পার্থক্য টা খুব একটা বেশি নেই। শুধু ওনারা একটু বেশি সফিসটিকেটেড। এই যা ।