শুক্রবার, ৩১ মে, ২০১৩

কবিতা - অতনু বন্ধ্যোপাধ্যায়

রেওয়াজ
অতনু বন্ধ্যোপাধ্যায়



১।।

এই অবহেলার একটা নামাঙ্কণ চাই।চাই দূরের গুড়িতে খোঁজা নিজস্ব পাশভূমি যার অপেক্ষায় এই সময় দেখছে কৃশানু’র আঁকা সেই ছবিটা।

দেখছে কিছুটা ড্রিম করে আসা এই পথ...সামান্য লোকাল ভারসাম্য রেখে এগোচ্ছে আরেকটা বন্ধু নগর নতুন ব্রীজের দিকে। সহজ নাম্বারে ভরে ওঠা একটা তরুণী সকাল আলগোছে খুলে দিচ্ছে ওর গল্প । সীমানা চৌকির কাছে যে রোদের বসে পড়া তারওতো ঘোরানো চোখ আমি দেখেছিলাম। আর এইখান থেকে শুরু হবে আমাদের নিদ্রা কাটানো তাল...তালের ওস্তাদে রাখা কিছুটা আমার সেইসব ধার করা ওড়ানো ডানাদের মানাদের ছেড়ে আসা পিছল
আর গতরাতের বৃষ্টি পড়ানো দুশ্চিন্তা বাসরে তুমি গাইছিলে...... ‘চাহত ও সে মুশকুরাকে... আজা নিন্দিয়া...র্যা য় না বিতি যায়ে রে...র্যা য় না বিতি যায়ে রে...’

খুলে গেল সমস্ত লাল আর সবুজ। খুলে গেল বোতাম বা স্ট্র্যাপ যাই বল না তুমি আমি কিন্তু এই উঠে আসা আর গান গুলোকেই ভালবেসেছি বারবার...একটা সংসারের জন্য।

আর আরেকটা খুশির জন্য

আর যা আছে তার জন্য যারা আছে তাদের জন্য

বেচারা মন কি বলে? একটা গীটারের অসম্ভব সুর শোনাও প্লিজ্‌...নির্মাণের আহত গুলো ফিরে ফিরে আসুক। বুকে চোখ রাখলে যেন শুনতে পাই

ফিরে পাওয়া খালি আর খালি