শুক্রবার, ৩১ মে, ২০১৩

কবিতা - শিমন রাইহান

মাহুতের গান
শিমন রাইহান



পেয়ারাবাগানের দুপুর পেরুলেই
সন্ধ্যেমাঠের দৃশ্য উড়ে যায় ছাপোষা ফু
লোকরান্নার ধোঁয়াশা          ধোঁয়ার আশা বিদগ্ধ কাঠ


পর্ণস্টারের ক্রুর হোলো আবাবিল
আর বরফের নতুন নাম বীভৎস জ্বলন
অজাচারী মেঘে শেখা গেল তানপুরার অন্য উপমায়ন
বৃষ্টির যিকির মশগুল হোলো নিতম্বের তালে আর তানসেনে


পরিত্যক্ত সার্কাস হস্তিনীর বৃক্ষশরীর - আধপেটাচোখ
ওর ভারী এগুলোর মানেও দাঁড়াল জীবন
কিছু হ্যাংওভার দুলুনির বেঘোরে ক্ষুধার দশা