শুক্রবার, ৩১ মে, ২০১৩

কবিতা - সূরজ দাশ


অতীত নির্জন থেকে
সূরজ দাশ



অতীত নির্জন থেকে রিনি, কী তাণ্ডব , হাঁটু ভেঙে গতিশীল
জলের ইশারা , দৈত্য জঠরের জাগরণ ; দানবের মাঠে
মাতন লেগেছে দেখো, স্পর্শে লণ্ডভণ্ড , থোকা থোকা রাতফুল
সাক্ষী থেকো , কলপাড়ে থালাবাসনের সাথে গড়াও নিঝুম
সাক্ষী থেকো স্নায়ুজাল, ভোরের প্রথম বাসে ফিরবো নিশ্চিত
বৈশাখী ভাণ্ডার ছুঁয়ে । টেলিফোন বুথ, পুরাতন গলাকাটা
স্টপেজ পেরিয়ে , ঘুম থেকে জেগে ওঠা পানের দোকান ছুঁয়ে
শুকনো রোদের সাথে গিন্নির রাতের কথা চুম্বকে জানাবো !!!