প্রিয়ার চোখে বৃষ্টি ভাষা
অনুপম চৌধুরী
জীর্ণ জানলায় খেলে মোলায়েম মেঘ
ভাইব্রেট রঙে বাজে মুঠোমন
সাজানো আলনায় আঁকে সবুজাভ হৃদয়
টুপটাপ বরিষণ বানায় আলপনা মন
জলকেলিতে মাতে নিয়ম হাঁস ।
অঝোর আবেগে ভিজে বৃষ্টি চোখ
অব্যক্ত মনে গড়েছিল বেদনালয়
অসুখের সুখে গড়ায় শ্রু...
ধরাতল বসবাসে বুনো মেঘ
নিভৃত চিন্তনে ছটফট আহত চড়ুই
নেশা যেন নেশাকর, মদির মাতালে
ঝলসানো দু’চোখ ।
ঝরে,ফোঁটার ভাসায় ভাষাহীন সৌরভ ।
অনুপম চৌধুরী
জীর্ণ জানলায় খেলে মোলায়েম মেঘ
ভাইব্রেট রঙে বাজে মুঠোমন
সাজানো আলনায় আঁকে সবুজাভ হৃদয়
টুপটাপ বরিষণ বানায় আলপনা মন
জলকেলিতে মাতে নিয়ম হাঁস ।
অঝোর আবেগে ভিজে বৃষ্টি চোখ
অব্যক্ত মনে গড়েছিল বেদনালয়
অসুখের সুখে গড়ায় শ্রু...
ধরাতল বসবাসে বুনো মেঘ
নিভৃত চিন্তনে ছটফট আহত চড়ুই
নেশা যেন নেশাকর, মদির মাতালে
ঝলসানো দু’চোখ ।
ঝরে,ফোঁটার ভাসায় ভাষাহীন সৌরভ ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন