শুক্রবার, ৩১ মে, ২০১৩

কবিতা - দেবজিত মুখার্জী

উনি
দেবজিত মুখার্জী



সে বলতো ফুসফুসে একটা গাছ পুঁতবে।
যুদ্ধ-ফুদ্ধ কুকুর দের জন্য, ঈশ্বর খালি মৌলিক
চাহিদার বাইরে কিছু ভাবতে পারেনা। একটা
গোপন সিগারের মধ্যে বোমা লুকিয়ে রাখতে চাই।
মহাকরণের বাথরুমে মোতার খুব শখ।
বিপ্লব একটা ভ্রুন যেটা মৃত না জীবিত সেই
উত্তরটা নাড়িজটে থাকে। ঈশ্বরের জন্য সে
ছেঁড়া বস্তায় বিছানা পাতে রোজ। দৈনিক রোজগারের
অর্ধেকটা ঈশ্বরের জন্য জমায়, বেশ খানিকটা জমলে
সেই টাকায় চুল দাড়ি কাটায়, সাবান শ্যাম্পু,
জামা প্যান্ট এসে। নিজেকে পাঁচিল বোলে ডেকে ফ্যালে
তার কোন ব্যাখ্যা নেই, তবে নর্দমায় নৌকা দেখলে
বড় মন খারাপ করে ফেলে...