ঠাকুমার ঝুলি ও নীল আলোর পতঙ্গ
বাণীব্রত কুণ্ডু
ভালোবাসার রুপকে দেখে আড়ালে থাকে বালক
বিস্ময়ে বাক্রুদ্ধ হয়ে নিজের ঘরে বসে
তোলপাড় সে করে গেছে একের পর এক
ঠাকুমার ঝুলি, কথাসরিৎ রূপকথার ঝাঁপি
কিন্তু এমন অবাককাণ্ড কখনো পড়েনি কোথাও
তবে কি সব স্বপ্ন ছিল!
অপূর্ব নীল আলোর মোহে
বাবা-মায়ের শরীর দুটি পতঙ্গরূপ ধরে
ডানা ঝাপটায় তীব্র শ্লেষে
এ কোন খেলার সুখে...
বাণীব্রত কুণ্ডু
ভালোবাসার রুপকে দেখে আড়ালে থাকে বালক
বিস্ময়ে বাক্রুদ্ধ হয়ে নিজের ঘরে বসে
তোলপাড় সে করে গেছে একের পর এক
ঠাকুমার ঝুলি, কথাসরিৎ রূপকথার ঝাঁপি
কিন্তু এমন অবাককাণ্ড কখনো পড়েনি কোথাও
তবে কি সব স্বপ্ন ছিল!
অপূর্ব নীল আলোর মোহে
বাবা-মায়ের শরীর দুটি পতঙ্গরূপ ধরে
ডানা ঝাপটায় তীব্র শ্লেষে
এ কোন খেলার সুখে...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন