মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

কবিতা - কবিরুল ইসলাম কঙ্ক

প্রেম
কবিরুল ইসলাম কঙ্ক



যদি দিই সমস্ত পরশ
যদি দিই প্রেম,
যদি হই পাগলা নটন
যদি হই হেম ।

তুমি তো বোশেখ বাতাস
আসা এবং যাওয়া,
আমি যে জীবনের স্রোত
হয় না ছুটি চাওয়া ।

তুমি সেই ঝরনা উছল
পড়েই হলে সারা,
আমি মাতাল সাগর ঢেউ
গতির মধ্যে হারা ।

এরই মাঝে রেখেছি তুলে
আমার যত কাঁদা-হাসা
যদি দিই হৃদয় তোমায়
যদি হই ভালোবাসা ।