অরণি
সুজিত পাত্র
গ্রীবা জন্মে ফুটফুটে ফার্ণ হাসলে তাকে অহং বলো
তুমি কি পর্দা সরিয়ে কখোনো দেখেছ
চারটে পায়ের মাঝে চাঁদ কেমন মোচড় খাচ্ছে
ফেনায়িত জ্যোৎস্না ঠোঁটের কষটুকু মুছে নিয়ে
হারিয়ে যাচ্ছে নাইকুন্ডলীর ধ্রুবতারায়...
হিংশুটে পোষাক আর গলনাংকের দ্রুততায়
বীজ ছড়াচ্ছে সমস্ত সর্বনাম ময়
অস্তিত্বের ঝাপটায় মিটমিট করছে উজ্জ্বল
কয়েকটি পদচিহ্ন, দোতারার বাঁশহীনতায়
ভুগছে সমস্ত মুখমন্ডল...
এভাবেই গৌরব আর অন্বিত সকাল
আলিঙ্গনের যন্ত্রনায় আঁকড়ে ধরছে সমস্ত ত্রি-সপ্তক
সুজিত পাত্র
গ্রীবা জন্মে ফুটফুটে ফার্ণ হাসলে তাকে অহং বলো
তুমি কি পর্দা সরিয়ে কখোনো দেখেছ
চারটে পায়ের মাঝে চাঁদ কেমন মোচড় খাচ্ছে
ফেনায়িত জ্যোৎস্না ঠোঁটের কষটুকু মুছে নিয়ে
হারিয়ে যাচ্ছে নাইকুন্ডলীর ধ্রুবতারায়...
হিংশুটে পোষাক আর গলনাংকের দ্রুততায়
বীজ ছড়াচ্ছে সমস্ত সর্বনাম ময়
অস্তিত্বের ঝাপটায় মিটমিট করছে উজ্জ্বল
কয়েকটি পদচিহ্ন, দোতারার বাঁশহীনতায়
ভুগছে সমস্ত মুখমন্ডল...
এভাবেই গৌরব আর অন্বিত সকাল
আলিঙ্গনের যন্ত্রনায় আঁকড়ে ধরছে সমস্ত ত্রি-সপ্তক
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন