শারদীয়া
সুমনা গড়াই
ট্রামলাইন ধরে একাকিত্বের উৎসবে হাটি
আবহে : অন্তর্বাহিনী নদীর আর্তনাদ।
এ শহর বুড়ো হয়েগেলেও প্রসূ্তিসদনে তালা পরেনা কখনও,
মানচিত্র ছাপিয়ে ঢাকের ডাক পৌঁছোয় ভিনগ্রহে।
এত কোলাহলে আমি শুনতে পাইনা কিচ্ছু
একটিও শব্দ পাইনা তেরোটা শারদ সংখ্যা ঘেটে,
যে দুপুরে বিপদজ্জনক বাড়ী ভয় দেখান ভুলে ঘুমিয়ে পরে
পালিয়ে যাই পাখির পালকে উড়ে...
এক পুকুর শব্দে ডুবিয়েদি মাথা... শরীর আস্তে আস্তে...
এ উপসংহার পরেনা কারো তৃতীয় চক্ষে।
আক সাজসজ্জায় মোড়া মরনের আল্হাদী
সুমনা গড়াই
ট্রামলাইন ধরে একাকিত্বের উৎসবে হাটি
আবহে : অন্তর্বাহিনী নদীর আর্তনাদ।
এ শহর বুড়ো হয়েগেলেও প্রসূ্তিসদনে তালা পরেনা কখনও,
মানচিত্র ছাপিয়ে ঢাকের ডাক পৌঁছোয় ভিনগ্রহে।
এত কোলাহলে আমি শুনতে পাইনা কিচ্ছু
একটিও শব্দ পাইনা তেরোটা শারদ সংখ্যা ঘেটে,
যে দুপুরে বিপদজ্জনক বাড়ী ভয় দেখান ভুলে ঘুমিয়ে পরে
পালিয়ে যাই পাখির পালকে উড়ে...
এক পুকুর শব্দে ডুবিয়েদি মাথা... শরীর আস্তে আস্তে...
এ উপসংহার পরেনা কারো তৃতীয় চক্ষে।
আক সাজসজ্জায় মোড়া মরনের আল্হাদী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন