মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

কবিতা - ইন্দ্রনীল তেওয়ারী

প্রলাপের রঙ
ইন্দ্রনীল তেওয়ারী




কি আর পড়বেন বলুন!
সব লেখা থাকে না চোখের সামনে।
কিছু চিঠি ফেলে আসা ডাকঘরে,
কিছু এস এম এস আঙ্গুল ছুঁয়ে
জলের ভেতর ঢুকে যায়।
#
অথচ দেখুন কি মুশকিল,
জলের রঙ হয় না,
জলের রঙ হয় না!