মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

অভিনন্দন মুখোপাধ্যায়


আত্মহত্যার চেয়ে স্বয়ংক্রিয় -2

অসম্ভব হিংস্র হয়ে উঠেছি আজকাল
ছিঁড়ে ফালাফালা করছি তোমার বাতিল করে দেওয়া অর্ন্তবাস।

এসময় জানালার ভেতর আমার হাওয়ার সাথে দুশমনি জমে ওঠে,
পকেটে জমে ওঠে কনিষ্ঠ রাস্তার মনখারাপ

এখানে কোথায় হারাব আমি? চক্ষুষ্মান হব -

ঘরের দেওয়ালে টাঙানো প্রিয় মানুষের মুখ।

সেসব অন্ধ করে অকাতরে নেমে আসছে শিহরণকণা -

বন্ধ করো, ওগো বন্ধ করো লৌকিক জলের প্রহরা

আজ, পশুর রক্তে ভরে উঠবে
                 ভোজসভার শেষার্ধ