হাওয়াপাখি ভুলে গেছে
হাওয়াপাখি ভুলে গেছে সলাজ নীড়ের বাঁধন, দুপুরের খাঁ খাঁ বুকে ভাঙছে নির্জনতা। কুসুমের ডানা ভেঙে ঝরে গেলে পাপড়ির মনোলোভা ঘ্রাণ, আর্তনাদ করে কাঁদে মৌবনের ঝাঁক। পত্রসামিয়ানায় ধরে বৃক্ষের ওম; ডালপালা ধরে রাখে মমতার হাত। ধূসর বিকেল তার ভুলে যায় লালিমার অবিনাশী ডাক; হাওয়াপাখি ফিরে তার নীড়ে। ফিরে গেছে সখী তার সনাতন প্রেমিকের ভিড়ে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন