মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

শান্তনু মুখার্জী


সাদা হরিণ 

ত্রেতার সোনালি হরিণ যুগের ফেরে কলিতে বেবাক ফিকে মেরে গেছে
চাকা চাকা সোনা রঙ ধুয়ে মুছে সাফ, চক গুঁড়ো আর বীর্য মেখে ফিরিঙ্গি ভূত
তবু মায়াবী হরিণ ,রাম এর ছুটে যাওয়াটা তো ভবিতব্য.........
সব শালা জ্ঞানপাপী, এত যখন জানিস রাজা তুই বসে বসে মাছ ধরলি
কখন পারসিভাল আসে সেই ভেবে...আর চড়াই পাখি মরাই এর ধান গেল খেয়ে
এবার খাজনা দেবে কোন বাপ ?
তোরা যে যা বলিস ভাই আমার ঐ হরিণ নাহি চাই
ওর ডাগর চোখে ফেট্টি বাঁধো, ওটা মেডুসার পোষা, তিন মাথাওলা একচোখো সাদা হরিণ
এস বসে জাহাজের ভোঁ শুনি,আর মেপে দেখি কবাঁও মেলে না
পৃথিবীটা বাতাবিলেবু কিছুতেই নয় ,বরং সছিদ্র পাউরুটি হতে পারে।
আশীবিষে জিজীবিষা না বিবমিষা তাই এখন স্থির নয়
তুমি টানো ছড় তোমার বেহালায়, জ্বলছে আগুন যোনিতে, আমার ধুপ ধুনো কই ?
নোয়ার সাথে সাঁট আছে, সেদিন কালী তোমায় খাবো …