মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

রাজীব চৌধুরী


শেষ কাব্য 

নষ্ট হবার জন্য আমি উড়ে গেলাম নীল জোছনার বুকে
আমাকে কেউ পাবে না খুঁজে তোমাদের এই হরিকেল শহরে
#
পেছনে চাঁদকে রেখে হেটে চলি নীলচে বঙ্গ মেঠো পথে
সেখানে চেনা মানুষ ছিল না কোনো - ছিল শুধু এক পথের কাব্য
আমি সেই কাব্য বুকে চেপে চিনতে চেয়েছি মগধের নারী
সে নারীর কপিল আঁচলে গিট বাঁধা ছিল সমতট ভালোবাসা
#
শুধু সেই ভালোবাসা পেতে - আমি ছুটে চলি এই হরিকেল শহর ছেড়ে
আমাকে খুঁজে পাবে না কোনো হস্তগত রাতের নিবিষের মাঝে
#
আমি উড়ে গেলাম এই তটহীন পাংশু রাতে
কে জানে কোন আঁধারের ভালোবাসায় আমি নষ্ট হব
কে জানে কোন পাহাড়ের বুকে আমার বসত হবে
#
শুধু হাত নেড়ে ভালোবাসা পেতে-শুধু রাত গেলে ভোরের আবেগ পেতে আমি
চলে গেলাম তোমাদের এই কামরূপ ছেড়ে- রুপের মশলা যেখানে ছিল অবগত