মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

রুদ্র হক


ঢেউ 



সমুদ্রে জন্ম হয়নি কেন?

তীরে, বার বার বিছানা সাজিয়ে ফিরে যাওয়া হতো
ঘুমোনো হতো না

 #

গভীরে, যেখানে মহল আছে উৎসব মুখর রঙিন মাছে
জীবন ফলিয়ে- ফিরে আসা হতো ফের অতল জাহাজে
মৃত মানুষীর কন্ঠহার
চির উন্মুখ দৃষ্টির ভিতর
কোথাও নেই জেনে, মানুষের মতো অভিমান হতো!

 #

ঠোঁট উল্টে ঢেউ হতো আর ঢেউ হতো...