মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

রেজওয়ান তানিম


সময়

বিস্মৃত সময় নিয়েছে শয়ন
মুঠো মুঠো স্বপ্নের অডিটোরিয়ামে ;
কানাগলিতে পরে থাকা অন্ধ অতীত
চিহ্নের দ্বারে এসে পায় মুক্তি,
স্বাধীনতার আবাদী সবুজের নিশান !
ঠিকানাবিহীন পথেরা পাংশুটে হয়
বলে যায় অভিজ্ঞতা নামক
সঞ্চিত আলোকশিখাটি


আমরা হাটছি শুধুই, মোৎসার্টের সিম্ফন
সুরার মতো ঘুরছে নিরন্তর, মনাঙ্গিনা
আমাদের অন্ধলোকে ঘোরে প্রাগৈতিহাসিক
অদৃশ্য বিচ্যুতি, ইথারিক আকর্ষণ
নগণ্য আত্মাদের বিলাপ মাখা রাত মিটিঙে!
মৃত্যুন্মাদ শবপোকারা উল্লাস করে,
আমাদের মৃত্যু, তাদের উৎসব


কবিতার পাণ্ডুলিপি ধূসর হয়ে আসে,  
কালের যাত্রায়- আমাদের ক্লান্তি, অত:পর সুপ্তি

পোশাক বদল ঘটে, নির্বাক সময়ের
আবর্জনার বাস্কেটে ঠাই, এঁটো জামাটির

সাথে তার চলে যায় ধুলোর মতন জমাট
কিছু স্মৃতিকণা