মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

ফয়জুল করিম


নাগরিক বর্ষা
 
শীতল আকাশে সারাদিন আজ
মোড়ানো মেঘের ব্যস্ত উড়ান
জলরঙে আঁকা হবে অবিরত
ব্যথাতুর নগরীর নতুন ছবি-সাঁজ
সমরসৈনিক বেশে কুনোব্যাঙ
দেখাবে আড়ম্বর কুচকাওয়াজ,
চুনাড়ির দাগ মুছতে
ন্যাংটো হয়ে যাবে রজস্বলা ফুটপাথ
রিক্সায় ছুটে যাবে খচখচে পলিবন্দি
বৃষ্টিবিলাসী যুগল-
বটের পাতার মতো
খুব ঘন হয়ে বসে থাকবে কিছুক্ষণ

আজ সারাদিন ভেজা হাওয়া
আকাশ শীতল;
 
নগুরে বর্ষা এমনই উৎসবমুখর
নাগরিক
হৈ হৈ কাণ্ড দেখে শুধু বেড়ে যায় ট্রাফিক
কাব্য না করেও কাক হয়ে যায় ছাতা ভোলার দল
পায়ে এঁটো কাদা মাথায় আশমানি জল;
দরজা খুলতেই – বউ - বকুনির ছল
যেন সারা দেহে লেপ্টে আছে অচেনা বৃষ্টি নাম্নী
কোন উর্বশীর ছোবল !