শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - বিদিশা সরকার

সূচনার কথা
বিদিশা সরকার

কোনো ভোর ছিলো কি আমাদের সুচনা -----
যদি থাকে কে আগে দেখেছে তার শুরু
কে আগে আকাশ হল, শারদীয়া অরুন অঞ্জলি
কাশবনে পৌছাতে কার দেরী হল কে পৌছালো আগে
অপেক্ষা করেনি বুঝি, তারসঙ্গে পথে হল দেখা
সে দিলো একগুচ্ছ কন্‌সোলেশন, বাকি পথ
তুমি দ্রষ্টা সে ই পথিকৃৎ গন্তব্য প্রান্তিক বিষয়ক
প্রান্তিকে বৃহৎ ঝিল তাকে ঘিরে খেজুর গাছেরা
হাঁড়ি বাঁধা উপ্‌চে পড়া রস কারা নিয়ে যায় রোজ
ভোর হলে, পাখি সব গেয়ে ওঠে ভোরাই নওরোজ
সম্মত ছিলো কি তারা শুভারম্ভে ডানায় ডানায় দুর্নিবার
ইচ্ছারা ছুঁয়েছে মেঘ -- মেঘও সম্মত ধারা সুখে
শহর নাকাল হোলো সূচনা ভিজেছে বার বার
নাগরিক পথে ওরা দুইজন খুঁটে খায় পাখির খাবার।