শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

দু'টি কবিতা - শৈলেনকুমার দত্ত

শৈলেনকুমার দত্ত

চিত্রপট


রাত্রি গভীর হলে চাঁদ একা নেমে আসে বিবস্ত্রা রমণী
যৌনগন্ধী সুরঞ্জিত দেহ......ঝিমোনো বটের ডালে নাড়া দেয়
মধ্যরাতে পুরুষ হতে বলে----
চোরাচোখে অপরূপ দৃশ্য দ্যাখে শালিক-দম্পতি
নির্জনে হিসেব করে --- এত তাপ তাদেরও কি ছিল!
বিবসনা সরোবর সেও আর্ত আরেক রমণী
বাড়ায় উন্মুখ ঠোঁট....এলোমেলো কিছুটা উদগ্র
সুদীর্ঘ দুহাতে তাকে কাছে ডাকে সীমাহীন চর
প্রাণবন্ত দয়িতের দুরন্ত আবেগে
সময়ের হাতে থাকে অবিনাশী এই চিত্রপট

উড়ান

তুমি নগ্ন হতে হতে প্রতিমা হয়ে উঠলে
গোপন মুদ্রাগুলি ফুটে উঠল ফুল হয়ে!
রতিমুখর রাত্রি তখন থমকে দাঁড়িয়েছে
সে স্বর্গ থেকে সংবাদ এনেছে--
বাসরশয্যা হয়ে উঠেছে উপবন
আর তার অলীক ভেলায় চেপে
আমাদেরও উড়ে যেতে হবে