শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - শর্মিষ্ঠা ঘোষ

ছুতো
শর্মিষ্ঠা ঘোষ

এসকর্ট গিগোলর হলুদ ট্যাক্সি চাবির রিং
কম্যুনিজমের ভদকা ফরাসী প্রেমিকের পানপাত্র
ভার্সেস পলিগ্যামি রেওয়াজি খাসি রবিবার
ভ্যাদভ্যাদে প্রেম পরকীয়া কালচার হস্তরেখা
প্রতিপক্ষে গুনে গুনে দশ গোল বউয়ের হিরো
আড্ডা রোয়াক ছেড়ে খোঁড়া কানা রাজ্য সড়কগামী
প্রলেতারিয়েত ঐতিহ্য বনাম এলিট ক্যালকাটা ক্লাব
হরেকমাল লে লে বাবু ইজ্জত মান্থলি ডিস্কাউন্ট সেল
লাল ছবি নীল ছবি সবুজ ছবি গেরুয়া ছবি
বলাৎকার ফেস্টুন হোরডিং সরকারি গনৎকারের প্রোমোশন
বক্সে আন্ডারলাইনে বোল্ডলেটারে ইটালিক্সে
এক কাপ চায়ে খেজুর পায়েস শীতের সকালে
আঃ! কি আরাম! কোথা থেকে কু ডাকে ফেউ
‘চা তো ছুতো’!