শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

দুটি কবিতা - প্রণব বসুরায়

২৪ জানুয়ারি ও অলৌকিক
(শম্পার সৌজন্যে)

প্রণব বসুরায়

রাত হ'ল, দূরে শুনছি ট্রেনের হুইসিল
তোমার জন্যে আনা রক্তকরবীর মালা
গলায় পরাবার কোনো সুযোগ পাইনি আজ
হাতে তুলে দিই, নেবে?

হিরের গয়নার সঙ্গে মানায়না -এই সঙ্গত কার
তুমি কাচের থালায় রক্তকরবী সাজিয়ে রাখলে......
ঘরের দৃশ্যে অন্য মাত্রা এলো, সবাই বললে, বাঃ

শুধু আমিই জানি
কতো ফোঁটা রক্ত মিশে গেল ফুলের ধমনিতে

কবিতার নিচে স্বাক্ষর করিয়ে নিতে ভুললে না, দেখে
কেঁপে উঠল আমার ভুবন

২৪ জানুয়ারি ঘটে গেল এইসব অলৌকিক ঘটনাবলি



দ্বি

কে জাগবে আমার জন্যে, এবং জাগবে কেন
তার যেন আর সংসার নেই, পুত্র-কন্যা হেন
ফুলের গুচ্ছ, হাস্যমুখর, বিদ্যুৎ ঝলমলে
এমন সময় মন্দ কথা কেউ কখনো বলে?
#
" থাকুক সে সব গুপ্তকথা, অন্য দিনে হবে
এখম দ্যাখো মাছের ছবি ...একটা কিছু খাবে
মাথার আমি দিব্যি দিলাম পোশাক বদলে এসো ...
আমি যাচ্ছি শোয়ার ঘরে, সোফায় গিয়ে বসো "

2 comments:

Shampa Basu বলেছেন...

ami obhibhuto.er janmo itihas amar jana.raktokarobir malata sotti kobita hoe dhara diyeche

Preetha Roy Chowdhury বলেছেন...

সুন্দর...