শনিবার, ২ নভেম্বর, ২০১৩

কবিতা - তন্ময় ভট্টাচার্য

প্রতিপ্রশ্ন
তন্ময় ভট্টাচার্য



বদলে যাচ্ছি বলে অনেকেই আঙুল তোলেন

কেউ কি জানেন,তাঁরা কখন কীভাবে কী কারণে
নিজেরাই বদলান

লকগেটে চাপ বাড়ছে

বন্যায় ভেসে যায় যাক
ছোটো-বড়ো জনপদ ও তাদের জনহিত কাজ

এবার বাঁধের মুখ খুলতে হবেই
নইলে বিস্ফোরণে সারা দেশ ফেটে পড়বে

আপনারা লাভাস্রোতে নৌকোই চালাবেন তো?