শনিবার, ২ নভেম্বর, ২০১৩

কবিতা - অনিমেষ সিংহ

আমার মাটি
অনিমেষ সিংহ



কিভাবে পিশাচেরা ভর্তি হয়ে যায়
আমার বুকপকেটে...!
রেডডেনড্রন ফুটে আছে
ফিনকিতে
তাও লাল।
পরিখার ওপারে লোহিত দানব এগিয়ে আসছে ক্রমশ
লালায় হরিৎ ধানের ক্ষেত
আর আমি পই পই করে
বারণ করেছিলাম
চোখে কাজল দিসনা!

এখন ঘেন্না হয়,
সারা মুখে তোর কাজল
স্তনে

চোখে ভরে যাচ্ছে
মহাকাব্যের পাতাগুলি

আগুনে ঝাঁপ দেওয়ার আগে
চল যন্ত্রগুলো সাফ করে ধান বুনি...