শনিবার, ২ নভেম্বর, ২০১৩

দুটি কবিতা – বেবী সাউ

দুটি কবিতা
বেবী সাউ



চোরাবালি

বাংলা শেখাবো বলে
তোমার কবিতায় খুঁজেছি
গোপন মাদকতার কথা ।

ফুলছাপে বসিয়েছি কপোতাক্ষ
কিংবা সাঁঝবাতির কাঠামোয়
চন্ত্রাহত উপন্যাসের প্রেক্ষাপট ।

দু-দিনের অবসরে
মহাশূন্যে একান্ত নিবিড়তা যখন
ইনবক্সে বাংলা হরফ ।



বন্ধু তুই


প্রত্যেকেরই একটা শৈশব আছে । তাতে নৌকার গন্ধ , বাতাসের ফিসফাস , মায়ের তর্জনী আর বিকেলবেলার আমতলা । এভাবে সাজালে , কবিতা মনে হয় । অন্যভাবে স্মৃতি । স্কুল থাকে । বর্ণপরিচয় আর গোপালের কথা । একে একে এদের আবছা মনে হয় । মনে হয় , এতো ছোটবেলা ।

কি আশ্চর্য , আর একজনও ওই যুগেরই । কিন্তু একপাশে ঠায় দাঁড়িয়ে । টগবগে জ্বলন্ত সারাজীবন । সে তখনও কিন্তু ভালুকের গল্প শিখে উঠতে পারে নি ।