মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

তন্ময় রায়


মহামহিম

ইচ্ছে লেগেছে তমরাজে বন্ধুনাম থেকে ধানে পসরা খুললেই তার রং

মতদান বললে নড়েচড়ে বসা থেকে শুরু করে ভ্রু সরিয়ে চোখ পাল্টানো
এখন এসবই তার ছায়ারা করে , যারা আঙুলের নয়...

সাদার সঙ্গে নেশার মিল পাওয়া যায় আজকাল

এই মিলে ছায়ারাও থাকে থাকবে বলেই বাক্য কখনো বৃত্তাংশ

শেষে কিন্তু তমরাজের দিবানিদ্রা নেই...



1 comments:

ujjiban বলেছেন...

মতদান বললে নড়েচড়ে বসা থেকে শুরু করে ভ্রু সরিয়ে চোখ পাল্টানো
এখন এসবই তার ছায়ারা করে , যারা আঙুলের নয়...