আহা হা কী সুন্দর ঘটনা
রঙ্গীত মিত্র
ঘুমন্ত দৈত্যরাও ভুলে গেছে তাদেরও ভগবান বলে কিছু আছে কি না।
তারা মাঝে মাঝে আমাকেও খোঁচায়। আমাকে দেখলেই ভাবে : জিজ্ঞাসা করি রঙ্গীত কি করছে ?
কখনো তারা বিভিন্নরূপ নিয়ে এসে ভাবে, আমি এতই বোকা যে কিছুই বুঝিনা।
কিন্তু আমি যে ঐরকমটা নই। অন্যধাতুতে তৈরি বলে জেনে বুঝে বিশ্বাস করি ;
কিন্তু এখন তো কাউকে আর পতাকা দিয়ে চুপ করে বসে থাকা যায় না ।
প্রতিযোগীতার স্থল থেকে অনেক দূরে, গোপন ক্যামেরায় দেখতে হয় সে কি করছে ।
আমি না দেখতে পেলেও কিন্তু গোপন ক্যামেরা নিয়ে ঈশ্বর তোমাদের ঠিক দেখে যাচ্ছেন।
ঘুমন্ত দৈত্যরাও ভুলে গেছে তাদেরও ভগবান বলে কিছু আছে কি না।
তারা মাঝে মাঝে আমাকেও খোঁচায়। আমাকে দেখলেই ভাবে : জিজ্ঞাসা করি রঙ্গীত কি করছে ?
কখনো তারা বিভিন্নরূপ নিয়ে এসে ভাবে, আমি এতই বোকা যে কিছুই বুঝিনা।
কিন্তু আমি যে ঐরকমটা নই। অন্যধাতুতে তৈরি বলে জেনে বুঝে বিশ্বাস করি ;
কিন্তু এখন তো কাউকে আর পতাকা দিয়ে চুপ করে বসে থাকা যায় না ।
প্রতিযোগীতার স্থল থেকে অনেক দূরে, গোপন ক্যামেরায় দেখতে হয় সে কি করছে ।
আমি না দেখতে পেলেও কিন্তু গোপন ক্যামেরা নিয়ে ঈশ্বর তোমাদের ঠিক দেখে যাচ্ছেন।
3 comments:
মিথ মন্ডিত আবহ কবিতাকে নান্দনিক করেছে...দারুণ রঙ্গিত'দা
ঘুমন্ত দৈত্যরাও ভুলে গেছে তাদেরও ভগবান বলে কিছু আছে কি না।
durdanto
একটি মন্তব্য পোস্ট করুন