এমন তো কথা ছিল না
ইন্দ্রনীল সেনগুপ্ত
কথা কি শেষ হয় শেষ কথা কে বলে
বাতাস নাকি মানুষ
হৃদয় নিংড়ে দিলে উজাড় করে কি আর থাকে
শেওলা পিছল দিঘীর পারে পা রেখেছ সাবধানে
ভেজা কাপড় শুকিয়ে যাচ্ছে গায়ে
তুমি নাকি বাউণ্ডুলে ভবঘুরে
হতেই পারে
এমন ভাবে জড়িয়ে যায় শব্দ পাহাড় কিসের নেশায়
বাসায় ফেরার আগে ঝোড়ো হাওয়ায় পাখি ডানা ঝাপটায়
কুলুঙ্গির পিদিম নেভায় হুহু বাতাস
আকাশ মেতেছে ঝড়ের নেশায়
ঘরের ভেতর অন্ধকার বাইরে প্রবল বজ্র হুঙ্কার
কোথায় তুমি যাবে এখন
তুমি কার কে তোমার
কবে কথা শেষ হবে
কবে তোমাকে পেরিয়ে যাবে তুমি
আমার স্বপ্নের মাঝে কেন ভুল জড়িয়ে দিলে
এমন তো কথা ছিল না
ইন্দ্রনীল সেনগুপ্ত
কথা কি শেষ হয় শেষ কথা কে বলে
বাতাস নাকি মানুষ
হৃদয় নিংড়ে দিলে উজাড় করে কি আর থাকে
শেওলা পিছল দিঘীর পারে পা রেখেছ সাবধানে
ভেজা কাপড় শুকিয়ে যাচ্ছে গায়ে
তুমি নাকি বাউণ্ডুলে ভবঘুরে
হতেই পারে
এমন ভাবে জড়িয়ে যায় শব্দ পাহাড় কিসের নেশায়
বাসায় ফেরার আগে ঝোড়ো হাওয়ায় পাখি ডানা ঝাপটায়
কুলুঙ্গির পিদিম নেভায় হুহু বাতাস
আকাশ মেতেছে ঝড়ের নেশায়
ঘরের ভেতর অন্ধকার বাইরে প্রবল বজ্র হুঙ্কার
কোথায় তুমি যাবে এখন
তুমি কার কে তোমার
কবে কথা শেষ হবে
কবে তোমাকে পেরিয়ে যাবে তুমি
আমার স্বপ্নের মাঝে কেন ভুল জড়িয়ে দিলে
এমন তো কথা ছিল না
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন