প্রলাপ
নীলাঞ্জন সাহা
নদীর যে প্রান্তে আমি থাকি
সেখান থেকে শুধু সূর্যাস্তই দেখা যায় ,
দিন আসে না , চলে যায় কেবল
রাত আসে কিন্তু যায় না
টেবিলে এলার্ম ঘড়ির পাশে বেমালুম
রাখা থাকে ঘুমের ট্যাবলেট !
একটি খসে পড়া পালকে
কতটুকু পাখি থাকে ?
বন্ধুর চিঠিতে কতটুকু শত্রু তুমি ?
এসব প্রশ্ন ঘোরে মাথায়
এবং আমি বেঁচে থাকি
বেঁচেই থাকি
কারণ ,
আত্মহত্যার সহজতম উপায় হলো
বেঁচে থাকা !
নীলাঞ্জন সাহা
নদীর যে প্রান্তে আমি থাকি
সেখান থেকে শুধু সূর্যাস্তই দেখা যায় ,
দিন আসে না , চলে যায় কেবল
রাত আসে কিন্তু যায় না
টেবিলে এলার্ম ঘড়ির পাশে বেমালুম
রাখা থাকে ঘুমের ট্যাবলেট !
একটি খসে পড়া পালকে
কতটুকু পাখি থাকে ?
বন্ধুর চিঠিতে কতটুকু শত্রু তুমি ?
এসব প্রশ্ন ঘোরে মাথায়
এবং আমি বেঁচে থাকি
বেঁচেই থাকি
কারণ ,
আত্মহত্যার সহজতম উপায় হলো
বেঁচে থাকা !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন